শিল্পী রোকেয়া সুলতানা

| শনিবার , ১২ জুলাই, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

২০২৫এ একুশে পদকে ভূষিত শিল্পী রোকেয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক, দীর্ঘদিন বাংলাদেশের শিল্পে উল্লেখযোগ্য কাজ করে আসছেন। ১৯৫৮ সালে জন্ম চট্টগ্রামের মাটিতে। তিনি ‘ম্যাডোনা’ এবং ‘বনবিবি’ কাজের মধ্যে দিয়ে নিজের বিশেষ ছাপ ফেলেছেন। ‘ম্যাডোনা’ সিরিজে মামেয়ের সম্পর্কের নিবিড়রেখা দর্শকের মন টানে। জলরঙ, ছাপচিত্র, রেখাচিত্র, মিশ্র মাধ্যমে কাজ করতে সাবলীল রোকেয়া সুলতানার দিন কাটে নিভৃতে, নিজের মতো করে।

দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক সুনামে খ্যাত রোকেয়া সুলতানা নারী চিত্রশিল্পীদের জন্য এক অনন্য নাম।

পূর্ববর্তী নিবন্ধনারী শক্তির বিকাশে সহিংসতা ব্যাপক অন্তরায়
পরবর্তী নিবন্ধঘরে বসে নারীর প্রজনন স্বাস্থ্য সচেতনতা