চট্টগ্রামের চিত্রভাষা গ্যালারিতে গত ১৫ অক্টোবর থেকে শুরু হলো শিল্পী মনসুর উল করিমের একক চিত্র প্রদর্শনী ‘স্বদেশ আমার’। উদ্বোধনী দিনে প্রদর্শনীতে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চিত্রশিল্পী, শিল্প সমালোচক এবং শিল্পবোদ্ধা দর্শক। ‘স্বদেশ আমার’ শিল্পীর জীবদ্দশায় শেষদিকে আঁকা একটি অন্যতম শিল্পকর্ম যা তিনি বিশেষভাবে চিত্রভাষা গ্যালারিতে প্রদর্শনীর জন্যই সৃষ্টি করেছিলেন। মিশ্র মাধ্যমে আঁকা পনের ফুট দৈর্ঘ্যের একক চিত্রকর্মের প্রদর্শনী এটি। আমাদের জন্য অত্যন্ত বেদনার যে শিল্পী মনসুর উল করিম আজ আমাদের সঙ্গে নেই। তিনি প্রয়াত হয়েছেন গত ৫ অক্টোবর ২০২০-এ। শিল্পীর প্রয়ান মাসে এই আয়োজনের মধ্য দিয়ে তাঁর স্মৃতি ও সৃষ্টির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করছে চিত্রভাষা গ্যালারি।
চিত্রশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জাহেদ আলি যুবরাজের সঞ্চালনায় ‘স্বদেশ আমার’ প্রদর্শনীর উদ্বোধনী পর্বে বাঁশির সুরে সুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যাপ্টেন উস্তাদ আজিজুল ইসলাম। ‘স্বদেশ আমার’ চিত্রকর্মটি উন্মোচন করেন শিল্পী নাজলী লায়লা মনসুর। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী দিলারা বেগম জলি, শিল্পবোদ্ধা-লেখক আলম খোরশেদ, কোডেকের সহ নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত, লোকশিল্প গবেষক ড. দীপঙ্কর দে, শিল্পী সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। গ্যলারির পরিচালক শিল্পী মইনুল আলম বলেন, চিত্রভাষা শিল্পীর প্রয়ানমাসেই এই প্রদর্শনীর মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আনন্দিত। আজ তিনি উপস্থিত থাকলে আনন্দ পূর্ণ মাত্রা পেত। আশা করছি শিল্পীর অপ্রকাশিত আরও যত কাজ আছে তা নিয়ে প্রদর্শনীর আয়োজন করতে অন্যরাও উদ্যোগী হবেন।
শিল্পী নাজলী লায়লা মনসুর বলেন, তিনি অসম্ভব পরিশ্রমী শিল্পী ছিলেন। শুধু পেইন্টিং না, প্রিন্ট মেকিং, সিমেন্টের ব্লক কেটে কেটে ভাস্কর্য তৈরি করত। ক্রমাগত কাজ করত। তাঁকে কখনো ছবি আঁকা ছাড়া বা কোনো শিল্পকর্ম ছাড়া বসে থাকতে দেখিনি সেই ছাত্র অবস্থা থেকে। সব শিল্পীরই একটি স্বপ্ন থাকে যে একটা শিল্পীদের জন্য উন্মক্ত স্পেস হবে,সেটা সবাই পারে না। ‘বুনন’ বলে রাজবাড়িতে চমৎকার একটি আর্ট স্পেস সে তৈরি করে গেছে। আরেকটা বিষয় যেখানেই সে অবস্থান করুক গ্রাম তাঁর সাথেই যেন থাকত সবসময়, একটা মেঠো পথ, ধুলোভরা রাস্তা যেন বুকে নিয়ে ঘুরত। এ সময় শিল্পীর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিল্পী-তনয়া চিত্রশিল্পী সাদিয়া মনসুর ও শিল্পী বদিউজ্জামান সজল। প্রেস বিজ্ঞপ্তি।












