শিল্পার আজব স্টাইল!

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

অদ্ভুত এক হেয়ারস্টাইল নিয়ে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। ঘাড়ের কাছের চুল ফেলে দিয়েছেন তিনি! যা দেখে রীতিমত অবাক তার অনুরাগীরা। খবর বাংলানিউজের। সামাজিক মাধ্যমে নিজের নতুন হেয়ারস্টাইলের ভিডিও শেয়ার করেছেন শিল্পা নিজেই। যেখানে চুল বেঁধে ব্যায়াম করতেও দেখা গেছে তাকে। তখনই প্রকাশ্যে আসে শিল্পার ঘাড়ের কাছের চুল ছেঁটে ফেলের বিষয়টি। ভিডিওর দীর্ঘ ক্যাপশনে শিল্পা লেখেন, প্রতিদিন জীবনে রিস্ক নিতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। সেটা আন্ডারকাট বা বাজ কাট হোক কিংবা আমার নতুন অ্যারোবিক ওয়ার্কআউট হোক! যা ‘ট্রাইবাল স্কোয়াট’ নামেও পরিচিত।

পূর্ববর্তী নিবন্ধনতুন লুকে শান্ত খান
পরবর্তী নিবন্ধজাহিদ-লাভলুর ধারাবাহিক ২০০ পর্বে মাইলফলক