প্রিয় মানুষকে বিশেষ দিনে বিশেষ কিছু উপহার দেবার মধ্যে যে তৃপ্তি তা যেন আর কিছুতেই নেই। শত প্রতিকূলতা আর আর্থিক দৈন্যের দিনে মধ্যবিত্ত সম্পত্তি আকাশ আর বিনেতা যখন অসহায়-তখন তারা পরস্পর পরস্পরকে এমন এক মূল্যবান উপহার দেয় যার কাছে অনেক দামী জিনিসও ম্লান হয়ে যায়। শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাই পারে এমন সিদ্ধান্তে উপনীত হতে। ও হেনরির গল্প অবলম্বনে কিরণ মৈত্রের নাট্যরূপে স্কেচ গ্যালারি প্রথম নাট্য আয়োজন ‘ভালোবাসি ভালোবাসি’ গতকাল শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে। নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার হান্নান। মঞ্চ, আলোক, পোশাক ও শিল্প নির্দেশনায় ছিলেন কে এম সানাউল হক, আবহে মো. মঈনুদ্দিন কোহেল, প্রযোজনা অধিকর্তা মো. মানিক হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।