জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘রাজনীতির কবি’ গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঞ্চায়িত হয়েছে। নাটকটির পাণ্ডুলিপি লিখেছেন কাজল সেন। নির্দেশনা দিয়েছেন জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন, জেলা শিল্পকলা একাডেমির কাযনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির ও নির্দেশক মোসলেম উদ্দিন সিকদার। নাটকটির মঞ্চ পরিকল্পনায় ছিলেন ফয়েজ জহির। আলোক পরিল্পনায় রায়হান, আবহ পরিকল্পনায় মঈন উদ্দিন কোহেল, আবহ প্রক্ষেপণে বিটু ভৌমিক, পোষাক পরিকল্পনায় মুহাম্মদ শাহ আলম, রূপসজ্জায় শাহীনুর সরওয়ার, পোস্টার ডিজাইনে তাসাদ্দেক হোসেন দুলু ও নেপথ্য কন্ঠে ছিলেন ফারুক তাহের। এতে অভিনয় করেছেন নাট্যশিল্পী ম. সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, আবদুল হাদী, জানে আলম চৌধুরী শাহীন, শাহীনুর সরওয়ার, সাইফুল আলম বাবু, জুয়েল ধর, মনসুর মাসুদ, অসিত দাশ পুলক, শামসুল কবির লিটন, তৌহিদ হাসান ইকবাল, সাইফুল ইসলাম, মুহাম্মদ শাহ আলম, নাজিম উদ্দিন মামুন, সবুজ, কঙ্কন দাশ, সিরাজুম মুনিরা স্বর্ণা, রহিমা খাতুন লুনা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।