গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাট্যমঞ্চ রেপার্টরির নতুন প্রযোজনা ‘ঠিকানার খোঁজে’ নাটকের প্রথম মঞ্চায়ন। আজ ১০ মে বুধবার সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন। সুমন টিংকু রচিত ও নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজিত দাশ বাপ্পি (প্রতিনিধি নাট্য সমপ্রদায়), সাবিরা সুলতানা বীণা (অরিন্দম নাট্য সমপ্রদায়), শামসুল কবির লিটন (এ্যাভাঁগার্ড), নাসরিন সরওয়ার মেঘলা (চিটাগাং ক্লাব লিমিটেড ড্রামা গ্রুপ), মো. সাইফুল ইসলাম (থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম), বিকিরণ বড়ুয়া (নান্দীমুখ), মো. রেজাউল করিম আলমগীর (এ্যাভাঁগার্ড), মাহমুদুল ইসলাম অনির (এ্যাভাঁগার্ড), তাসনিমুল হাসান (এ্যাভাঁগার্ড), ও জুহায়ের আলম রিহাম (প্রতিধ্বনি)।
নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন সুমন টিংকু ও মো. রেজাউল করিম আলমগীর, আলোক পরিকল্পনা করেছেন শামসুল কবির লিটন, রূপসজ্জা পরিকল্পনায় শাহীনূর সরোয়ার (প্রতিনিধি নাট্য সমপ্রদায়), আবহ পরিকল্পনায় সুমন টিংকু, আলোক প্রক্ষেপণে মুরাদ হাসান (নান্দীমুখ), আবহ প্রয়োগে সপ্রতিভ দাশ (অঙ্গন থিয়েটার ইউনিট) ও পৃথ্বীরাজ নাথ (প্রতিধ্বনি) এবং পোস্টার ডিজাইন করেছেন বিশ্বজিৎ তলাপাত্র। প্রথম মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রবিউল আলম, শিশির দত্ত, শুভ্র বিশ্বাস এবং ‘ঠিকানার খোঁজে’ নটকের নাট্যকার ও নির্দেশক সুমন টিংকু।











