শিল্পকলায় সংগীত শিল্পী সুজিত রায়ের শোক সভা

| শুক্রবার , ১০ নভেম্বর, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বেতার ও টেলিভিশনের সংগীত শিল্পী সুজিত রায়ের মৃত্যুতে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল আযম চৌধুরী টিপু। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন আহমেদ, দেওয়ান মকসুদ আহমেদ, আবদুল হালিম দোভাষ, সাইফুল আলম বাবু, কায়সারুল আলম, আবদুর রহিম, সাইফুদ্দীন মাহমুদ খান, সনজিত আচার্য্য, সঞ্জীব রায়, পাপিয়া আহমেদ, গিরিজা রাজবর, আ ফ ম মোদাচ্ছের আলী, অ্যাড. নিখিল কুমার নাথ, মো. ওবাইদুল্লাহ, এস. আনিস আহমেদ বাচ্চু, তাপস চৌধুরী, দীপন চৌধুরী, সৌরভ রায় জন, পলি শারমিন, সৃজন রায়, অ্যাড. কাইছার উদ্দীন, শহীদ ফারুকী, নাদিরা পারভীন পারুল প্রমুখ।সভায় বক্তারা বলেন, শিল্পী সুজিত রায় ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে তিনি অগ্রণী ভুমিকা পালন করেন। শিল্পীদের ন্যায্য অধিকার আদায়ে এবং ন্যায়ের পক্ষে তিনি আজীবন সংগ্রাম করেছেন। বক্তারা তার আত্মার শান্তি কামনা করেন ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে কুকুরের কামড়ে আহত ১৪
পরবর্তী নিবন্ধদক্ষতা থাকলে পুরো পৃথিবী হাতের মুঠোয় : ভিসি