গতকাল বৃহস্পতিবার শিল্পকলার মূলমঞ্চে কালপুরুষ নাট্য সম্প্রদায়ের নাটক ‘নির্ভার’ অনুষ্ঠিত হয়। নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন শান্তনু বিশ্বাস, পুণ:নির্মাণ করেছেন নাট্যাঅভিনেত্রী শুভ্রা বিশ্বাস। এতে অভিনয় করেছেন সনজীব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস ও প্রবীর পাল। শহর বা নাগরিক জীবন এত দ্রুত বদলে যাচ্ছে, চাহিদার সঙ্গে এক অসম প্রতিযোগিতায় কোন বিষয়টি অগ্রাধিকার পাবে তা ঠিক বুঝে উঠতে পারছে না মানুষ। ভোগবাদ বা কনজ্যুমারিজম বেশ দাপটে জায়গা করে বসেছে শহর বা নগর কেন্দ্রিক জীবনে। মনটাকে, ভাবনাটাকেও ঠিক রাখা যাচ্ছে না। তার একটা প্রচন্ড প্রভাব পড়েছে ঘরে বাইরে আর সংসারে। খুব বেশি বোধকরি দাম্পত্যে, যেখানে একটা সমতা মেনে চলা খুব জরুরি। একটু এদিক ওদিক হলেই ঝনঝন করে ভেঙে পড়ছে নির্দয়ভাবে। ভালোবাসার বিকল্প ভালোবাসা। আর এটাকে বাঁচিয়ে রাখার দায় কোনো দাম্পত্য জীবনে দুজনেরই। খবর প্রেস বিজ্ঞপ্তি।