শিল্পকলায় ছড়া উৎসব ও চিত্র প্রদর্শনী

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে চলছে সপ্তাহব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব। উৎসবের অংশ হিসেবে আর্ট গ্যালারিতে চলছে দেশের চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী এবং আলোকচিত্র শিল্পীদের পরিবেশনায় ও চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী।

গতকাল শনিবার উৎসবের দ্বিতীয় দিনে মুক্তমঞ্চের আয়োজনে আবৃত্তিশিল্পী কারিশমা কবির ঐশীর সঞ্চালনায় দলীয় সংগীত পরিবেশন করে সংগীত ভবন এবং সংগীত তীর্থ। বৃন্দ আবৃত্তি করে তারুণ্যের উচ্ছ্বাস এবং উঠোন সাংস্কৃতিক কেন্দ্র। দলীয় নৃত্যে ছিল নৃত্যাঞ্চল একাডেমি, দীপশিখা নৃত্যগোষ্ঠী ও স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। একক সংগীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য, শাহরিয়া পারভীন রোজি, মানস পাল, কোহেলী মজুমদার, আল তুষি, ইন্তেখাব আলম মান্না, সোমা রায় ও সৃষ্টি বড়ুয়া। একক আবৃত্তি করেন আয়েশা হক শিমু, প্রণব চৌধুরী এবং শ্রাবণী দাশগুপ্তা।

শিল্পকলার মূল মিলনায়তনে পরিবেশিত হয় থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম প্রযোজনা ‘অন্তর্দাহ’। শ্যামকান্ত দাশের রচনায় নাটকটির সম্পাদনা ও নির্দেশনায় ছিলেন তাপস শেখর।

এদিন গ্যালারি হলে ছিলো ছড়া উৎসব। আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় এবং শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে এ আয়োজন উদ্বোধন করেন ছড়াকার সনজীব বড়ুয়া। অতিথি আলোচক ছিলেন অরুণ শীল, আ ফ ম মোদাচ্ছের আলী, উৎপলকান্তি বড়ুয়া, এমরান চৌধুরী, জসীম মেহবুব, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, শুকলাল দাশ। ছড়াপাঠ করেন ছড়াকার অপু চৌধুরী, অপু বড়ুয়া, অমিত বড়ুয়া, আইউব সৈয়দ, আখতারুল ইসলাম, আজিজ রাহমান, আনোয়ারুল হক নূরী, আবু তসলিম, আবু তালেব বেলাল, আবুল কালাম বেলাল, আমানউদ্দিন আবদুল্লাহ, আলমগীর হোসেন, আলেঙ আলীম, আহমদ মহিউদ্দিন শিবলী, ইফতেখার মারুফ, ইসমাইল জসীম, এয়াকুব সৈয়দ, ওবায়দুল সমীর, কল্যাণ বড়ুয়া, কাজী নাজরিন, কাঞ্চনা চক্রবর্তী, কানিজ ফাতিমা, কাসেম আলী রানা, কুতুব উদ্দিন বখতেয়ার, কেশব জিপসী, খালেছা খানম, গোফরান উদ্দীন টিটু, গৌতম কানুনগো, জসিম উদ্দিন খান, জাহাঙ্গীর আজাদ, জাহানারা মুন্নী, জায়তুন্নেসা জেবু, জি এম জহির উদ্দীন, জুবাইর জসীম, টুম্পা ভট্টাচার্য, তরুণ কান্তি বড়ুয়া, তসলিম খাঁ, তানজিনা রাহী, তালুকদার হালিম, নান্টু কুমার দাশ, নান্টু বড়ুয়া, নিশাত হাসিনা শিরিন, নূরনাহার নিপা, পিংকু দাশ, পুষ্পিতা সেন, প্রতিমা দাশ, প্রদীপ ভট্টাচার্য, প্রদ্যোত কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, বনশ্রী বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, বিচিত্রা সেন, বিভা ইন্দু, বিলাস কান্তি দাস, বিশ্বজিৎ বড়ুয়া, মর্জিনা আখতার, মার্জিয়া খানম সিদ্দিকা, মাহবুবা চৌধুরী, মাহবুবা ছন্দা, মাহবুবুল হাসান, মিজানুর রহমান শামীম, মিতা পোদ্দার, মিলন বনিক, মীর খান আমীর, মুক্তা রানী দেবী, মোয়াজ্জেম হোসেন, মৃণালিনী চক্রবর্তী, রাজন বড়ুয়া, রাসু বড়ুয়া, রুনা তাসমিনা, লিটন কুমার চৌধুরী, লিপি বড়ুয়া, শওকত আলী সুজন, শর্মি বড়ুয়া, শরণংকর বড়ুয়া, শামীম ফাতেমা মুন্নী, শিউলী নাথ, শিপ্রা দাশ, শিরিন আফরোজ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, শেলীনা আকতার খানম, শৈবাল বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া, সনজিত দে, সনজীব বড়ুয়া, সরওয়ার আরমান, সাইফুল্লাহ কায়সার, সালাম সৌরভ, সিমলা চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, সুমি দাশ, সুলতানা বেগম, সুসেন কান্তি দাশ, সোমা মুৎসুদ্দী, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দিন, সৈয়দা করিমুন্নেসা, সৈয়দা সেলিমা আক্তার, সৌভিক চৌধুরী, সৌরভ শাখাওয়াত, স্মরণিকা চৌধুরী, হেলাল চৌধুরী, হোসাইন মোস্তফা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শীতকালীন কবিতা উৎসব
পরবর্তী নিবন্ধআগামী প্রজন্মকে সংস্কৃতিমনা হয়ে বেড়ে উঠতে হবে