শিল্পকলায় আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন

| বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ at ১০:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আয়োজনে কথামালা,নৃত্যনুষ্ঠান ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলার ৩২টি নৃত্যসংগঠনের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ থেকে ওয়াসার মোড় হয়ে আবার শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে এসে শেষ হয়। একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে কথামালা ও নৃত্যানুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’। ‘আমার নূপুরের ধ্বনি, ছড়াক মানবতার বাণী’এ শিরোনামে আয়োজিত নৃত্যানুষ্ঠানের কথামালা পর্বে জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী ড. আব্দুস সাত্তার, প্রাক্তন জেলা কালচারাল অফিসার মানসী দাশ তালুকদার, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি শারমীন হোসেন, চট্টগ্রাম নৃত্যশিল্পী সংসদের সভাপতি শুভ্রা সেনগুপ্তা।

শিল্পী সোমা বোসের সঞ্চালনায় নৃত্য পরিবেশন করে ওড়িসী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ঘুংঘুর নৃত্যকলা কেন্দ্র, প্রাপন একাডেমি,স্কুল অফ ওরিয়েন্টাল ডান্স, চারুতা নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন, দ্যা একাডেমি অব ক্ল্যাসিক্যাল এন্ড ফোক ডান্স, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নৃত্য নিকেতন, নিক্কন একাডেমি, নৃত্যনন্দন একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমি, নৃতরঙ একাডেমি, নৃত্যরূপ একাডেমি, কালার্স একাডেমি, ঊষাঞ্জলি একাডেমি, নৃত্যময়ী একাডেমি, সৃস্টি কালচারাল ইনস্টিটিউট, গীতাঞ্জলি নৃত্যাঙ্গন, কৃত্তিকা নৃত্যালয়, অনুশীলন নৃত্যকলা একাডেমি, দীপ শিখা নৃত্যগোষ্ঠী, নৃত্য আনন্দধারা একাডেমি, মাধুরী নৃত্যকলা একাডেমি, পায়েল নৃত্যাঙ্গন, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, নৃত্যাঞ্চল সঙ্গীত নিকেতন, অঙ্গনা নৃত্য একাডেমি, নৃত্যস্বর নৃত্যালয়, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে প্রাতিষ্ঠানিক চারুকলা চর্চা রক্ষায় চারুশিল্পীদের সংবাদ সম্মেলন