বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হয়েছে জাতীয় পথ নাট্যোৎসব। তারই ধারাবাহিকতায় গতকাল ২৩ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে শুরু হয়েছে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২দিনব্যাপী জাতীয় পথ নাট্যোৎসব। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতিমন্ডলীর সদস্য মোসলেম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনজীব বড়ুয়া, অলোক ঘোষ পিন্টু, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, নাট্যজন জাহাঙ্গীর কবির।
বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে পথ নাটক অনন্য ভূমিকা পালন করতে পারে। শেষে মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। নৃত্য পরিচালনায় ছিলেন প্রশিক্ষক অনন্য বড়ুয়া। পথনাটক পরিবেশন করে এস এম সোলায়মান রচিত ও মনসুর মাসুদ নির্দেশিথ পথ নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’ এবং কাসেম আলী রানা রচিত ও শামসুল কবির লিটন নির্দেশিত নাটক ‘শুভ হরতাল’। প্রেস বিজ্ঞপ্তি।