রাঙ্গুনিয়া উপজেলার শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠাতা মরহুম হামিদ শরীফ মিয়া কাউসারী, দাতা ও শিক্ষানুরাগী সদস্যদের স্মরণে সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. ইউনুস চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মো. আজম খান, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মো. কুতুব উদ্দিন বাহার, ডিরেক্টরেট অব হেলথ চট্টগ্রাম বিভাগের সাবেক যুগ্ম পরিচালক ডা. অধীর রঞ্জন দাশ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন চৌধুরী। শুরুতে স্কুলের ইবাদত খাানা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন আজাদ খান, মো. লেয়াকত আলী তালুকদার, মো. মোকাররম চৌধুরী, আবদুল মোতালেব মেম্বার, মো. জাফর আহমেদ, মো. খাইজ আহমদ , কামাল হোসেন চৌধুরী, মো. আজম খান, শাজাহান সিকদার, কুসুম উদ্দিন তালুকদার, শহীদুল হাসান চৌধুরী, শামসুল আলম সওদাগর, জমির হোসেন, এনাম চৌধুরী, মাস্টার সৈয়দ নুর, মাস্টার নুরুল হক, মাস্টার সোলেমান তালুকদার, আবু সালেহ, ইকবাল হোসেন চৌধুরী বাবু, বিশ্বজিৎ বড়ুয়া সিমু, কামাল হোসেন চৌধুরী, জুনায়েদ হোসেন, মো. মিজান, মো. নুরুন্নবী মেম্বার, নুরুল কবির মেম্বার, জামাল উদ্দিন তালুকদার, শহিদুল আলম তালুকদার, মো. ফারুক, মো. সেলিম, মিল্টন চৌধুরী, অহিদুল আলম তালুকদার প্রমুখ। পরে স্কুল সংলগ্ন কর্ণফুলী নদীপাড়ের ভাঙন পরিদর্শন করেন অতিথিবৃন্দ।এসময় নদী ভাঙন প্রতিরোধে এবং সড়ক রক্ষায় দ্রুত ব্লক স্থাপনের দাবি জানান তারা।