শ্রীলঙ্কার কাছে হারলে বিদায় একরকম নিশ্চিতই হয়ে যেত। কিন্তু এই এক ম্যাচের জয়ে যেন আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে পাকিস্তান। সুপার ফোর থেকে বিদায়ের দুয়ারে থাকা দল এখন ট্রফির ছবি আঁকছে। লঙ্কানদের বিপক্ষে জয়ের নায়ক অলরাউন্ডার হুসেইন তালাত বলছেন, প্রয়োজন তো আর মাত্র দুটি জয়। আবুধাবিতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রেখেছে পাকিস্তান। বোলিংয়ে এক ওভারে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ৩২ রান করে ম্যাচ সেরা হন তালাত। এই অলরাউন্ডার বলেন, ভারতের কাছে হারের সমালোচনাগুলোকে গায়ে না মেখে জিততে মরিয়া ছিলেন তারা। ওই ম্যাচ হারার পর ভালো লাগছিল না কারও। লোকে তো আমাদের জয় দেখতে চেয়েছিল। ভারতের বিপক্ষে আমাদের যা করার দরকার ছিল তা করেছি। তবে এই ম্যাচ নিয়ে বাড়তি চাপ ছিল না। সমালোচনার অবশ্য কমতি ছিল না। তবে আমরা চেষ্টা করেছি সেসব এড়িয়ে যেতে। এগুলো দলের জন্য ভালো কিছু নয়। জয়টি ছিল গুরুত্বপূর্ণ। দুই ওভার বাকি থাকতেই ম্যাচ জিতেছে পাকিস্তান। তাতে পাকিস্তানের রান রেটও ভালো হয়ে উঠেছে। যদিও রান রেটের প্রভাব শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে। এখনও পর্যন্ত যতটুকু ধারণা করা যায় বাংলাদেশ–পাকিস্তান লড়াইটিই কার্যত হয়ে উঠবে সেমি–ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ তো বটেই, ফাইনাল জিততেও আশায় বুক বাঁধছেন তালাত। গোটা দলেই সেই বিশ্বাস আছে, বললেন তিনি। তিনি বলেণ আমরা আশাবাদী। গত চার মাস ধরে আমরা টানা টি–টোয়েন্টি খেলছি। দলের ভেতর ক্রিকেটারদের ওপর আস্থা রাখা হচ্ছে। আগে দু–একটি ম্যাচ খেলিয়েই অনেক ক্রিকেটারকে বাদ দেওয়া হতো। এখন বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে। বিশ্বের অন্য দেশগুলোতে যা দেখা যায়। ট্রফি থেকে আমরা মাত্র দুটি জয় দূরে এবং আমাদের বিশ্বাস আমরা এটা জিততে পারি।