সিজেকেএস-সিডিএফএ প্রথম বিভাগ ফুটবল লিগে শতদল ক্লাব শিরোপার জয়ের পথে আরো এগিয়ে গেছে। গতকাল কল্লোল সংঘের বিরুদ্ধে জিতে শিরোপা লাভে সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা। গতকাল বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শতদল ক্লাব ৩-০ গোলে কল্লোল সংঘকে পরাজিত করে। এ জয়ের ফলে শতদল ক্লাব ছয় খেলা শেষে ১৫ পয়েন্ট অর্জন করেছে এবং তারাই এখন লিগ টেবিলের শীর্ষ স্থানে অবস্থান করছে। তাদের আর তিনটি খেলা বাকি আছে। শতদলের পেছনেই আছে পটিয়া উপজেলা ৫ খেলায় ১০ পয়েন্ট,কল্লোল সংঘ ৬ খেলায় ১০ পয়েন্ট এবং কর্ণফুলী ক্লাব ৫ খেলায় ৯ পয়েন্ট।
গতকাল খেলার শুরুতেই কল্লোল সংঘ বিপদের সম্মুখীন হয়। শতদলের আক্রমণে কল্লোল ডিফেন্স কিপারকে খেয়াল না করেই ব্যাকপাস দেয়। এতে বল গড়িয়ে চলে যাচ্ছিল গোলমুখে। কল্লোল কিপার শাকিল কোনমতে কর্ণারের বিনিময়ে গোল রক্ষা করেন। খেলার ৮ মিনিটে এগিয়ে যায় শতদল। তাদের আক্রমণে বক্সে বল পান দলের মুজিবুর রহমান জনি। বেশি দেরি না করে বল জালে জড়িয়ে দেন তিনি। শতদল এগিয়ে যায় ১-০ গোলে। খেলার প্রথমার্ধে এই গোলেই তারা এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে শতদল। কল্লোল মাঝে মাঝে আক্রমন শানালেও গোলকিপারকে খুব বেশি বিচলিত করতে পারেনি। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে শতদল ক্লাব। প্রায় ৪০ গজ দূর থেকে অধিনায়ক মো. সুমন মিয়া বাম পায়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন (২-০)। এর দু’তিন মিনিট পরেই কল্লোল সংঘের আল আমিন পর পর দুটি সুযোগ নষ্ট করেন বাইরে মেরে। পরমুহূর্তেই পাল্টা আক্রমণে তৃতীয় গোল পায় শতদল ক্লাব। শ্যামল মিয়ার দূরপাল্লার শট কল্লোল কিপারের হাত ফসকে গোলে ঢুকে যায় (৩-০)। টানা তিন জয়ের পর কল্লোল সংঘ দ্বিতীয় পরাজয় দেখলো। তারা নিজেদের প্রথম খেলায় পটিয়ার কাছে পরাজিত হয়েছিল। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের খেলোয়াড় তানভীর হোসেন। তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে বাকলিয়া একাদশ এবং রাইজিং স্টার ক্লাব। বিকাল ৪.৩০টায় এ খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।