শিরোপা জয়ের পরই উদযাপন করতে চায় বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কোন রকম অঘটন ছাড়াই সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো আসরের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের নারীরা। তবে এমন জয়ের পরও দলের মধ্যে বাড়তি কোন উচ্ছাস দেখা যায়নি। ম্যাচ শেষে এর কারণ ব্যাখ্যা করলেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনাল নিশ্চিত করা। মেয়েরা সেই আশা পূরন করেছে। এখন শিরোপা জেতাই লক্ষ্য। সেটা হলেই উদযাপন করব। বাংলাদেশ কোচ বলেন পুরো ম্যাচ জুড়েই মেয়েরা ভাল খেলেছে। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। তিন ম্যাচেই ভাল ব্যবধানে জিতেছি আমরা। পুরো শক্তি দিয়েই খেলেছি। সেমিফাইনালে সবাইকে পরখ করে দেখা হয়েছে। যে যখন নামবে সেরাটাই দিবে। মেয়েরাও তাই দিয়েছে। কৃতিত্ব দেবো খেলোয়াড়দের। প্রত্যেকটি বিভাগেই দুর্দান্ত খেলেছে। সব বিভাগেই সমানতালে যুদ্ধ করেছে। লক্ষ্য ছির প্রথম ১৫ মিনিটের মধ্যে গোল করে ম্যাচকে সহজ করে নেয়া।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপেও বাবর-রিজওয়ান জুটিতে ভরসা পাকিস্তানের
পরবর্তী নিবন্ধআলোসিঁড়ি ক্লাবের সভা অনুষ্ঠিত