২০০৭ সালে চাটগাঁইয়া গানের কিংবদন্তী আবদুল গফুর হালী রচিত আঞ্চলিক গান গেয়ে উত্থান হয়েছিল পাঞ্জাবিওয়ালা-খ্যাত শিল্পী শিরিনের। দীর্ঘ বিরতির পর আবার তিনি চট্টগ্রামের আঞ্চলিক গান করলেন। এবার আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের প্রযোজনায় গফুর হালী ও কবিয়াল রমেশ শীল রচিত ১০টি আঞ্চলিক ও মরমী গান রেকর্ড করেছেন শিরিন। সংগীতায়োজন করেছে সুফি ব্যান্ড আসওয়াদ। সঙ্গীত পরিচালনায় তানিম হাসান, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক ও সেক্রেটারি নাসির উদ্দিন হায়দার। ভিডিও ডিরেকশনে রয়েছেন পঙ্কজ, অডিও ভিজুয়াল কেএস ডিজিটাল, মিঙ ও মাস্টার কনক।
এসব গানের মিউজিক ভিডিও ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। গতকাল বৃহস্পতিবার শিরিনের ‘কালা’ গানটি দিয়ে যাত্রা শুরু হলো ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেলের।
এব্যাপারে আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, যুগের চাহিদা মাথায় রেখে চট্টগ্রামের কালজয়ী গানগুলো নতুন সংগীতায়োজনে প্রকাশ করছে ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেল। প্রেস বিজ্ঞপ্তি