চীনের সঙ্গে কৃষি–বাণিজ্যের অগ্রগতি তুলে ধরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জন্য তিনি নিজ হাতে ‘একটি তাজা আমের ঝুড়ি’ পাঠাবেন।
গতকাল রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টার সামপ্রতিক চীন সফরের অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়ার করণীয় বিষয়ে আলোচনা হয়। খবর বিডিনিউজের।
চীন সফরের সময় যেসব পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের এখন প্রধান অগ্রাধিকার হচ্ছে এসব পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করা। আমরা নিশ্চিত করতে চাই, মোমেন্টাম যেন হারিয়ে না যায়।
বৈঠকে উভয়পক্ষ অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য প্রকল্পে রূপ দেওয়ার ব্যাপারে সম্মত হন।
চীনের রাষ্ট্রদূতও প্রধান উপদেষ্টার বক্তব্যে সমর্থন জানিয়ে বলেন, এটি আমাদেরও শীর্ষ অগ্রাধিকার। চীনে যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে, তার বাস্তবায়নের জন্য এখন অপেক্ষা নয়, আমরা দ্রুত চুক্তি কার্যকর করতে চাই।
বৈঠকে মোংলা ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, প্রয়োজনীয় প্রস্তুতি শেষে অঞ্চল দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য ডেভেলপারদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া চীন থেকে চারটি নতুন জাহাজ সংগ্রহের বিষয়ে আলোচনা হয়। চীনের পক্ষ থেকে জানানো হয়, এ প্রক্রিয়া চলতি বছরের জুন মাসের মধ্যেই শেষ হবে।