শিবিরের ২৬ নেতাকর্মীর রিমান্ড চেয়ে আবেদন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার ছাত্রশিবিরের ২৬ নেতাকর্মীর ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আগামীকাল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল রোববার মহানগর হাকিম আদালতে এ সংক্রান্ত আবেদনটি করা হয়। নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, গত ১০ মার্চ চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ছাত্রশিবিরের উক্ত ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এবং সেদিনই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। ২৬ নেতাকর্মী হলেন সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো. মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), মো. কামাল (২২), আবু রিয়াদ (২৩), মো.নুরুল আলম (২৮), মো.ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো.হাবিবুল ইসলাম (১৯), মো.আব্দুল আহাদ (১৮), মো. আল আমিন (১৯), মো. হোসেন (২২), মো. রিয়াদুল হামিদ (২৩), মো. গিয়াস উদ্দিন (২২), মো. সাইফুল ইসলাম (২৯), মো. নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২২), মো. ইনজামাম (১৮), মো. জুবায়রুল ইসলাম (১৯) ও মো. জাকারিয়া (২০)।

পূর্ববর্তী নিবন্ধবিজ্ঞান চর্চায় শিশুদের উদ্বুদ্ধ করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদক এম এ মালেককে সংবর্ধনা