শিবলির সেঞ্চুরিতে প্রথম দিনে ৪ উইকেটে ২৩৩ স্বাগতিকদের

বাংলাদেশ-দ.আফ্রিকা ইমার্জিং টিম চারদিনের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের প্রথম চারদিনের ম্যাচ গতকাল চট্টগ্রামে শুরু হয়েছে। প্রথম দিনেই সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলী। তার সেঞ্চুরিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং টিমের সংগ্রহ ৪ উইকেটে ২৩৩ রান। প্রথম দিনে খেলা হয়েছে ৭০ ওভার। ইনিংসের গোড়াপত্তন করতে নামা শিবলী শেপো এনটুলিকে স্কয়ার কাট করে চার মেরে হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই এনটুলিকে লং অফের ওপর দিয়ে ছক্কা মেরে করলেন সেঞ্চুরি। অবশ্য সেঞ্চুরির একটু পরই রান আউট হয়ে ফিরেন শিবলী শাহাদাত হোসেনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে। সেই ধাক্কা সামাল দিয়ে শাহাদাত লড়ে গেলেন দিনের শেষ পর্যন্ত। চট্টগ্রামের ফ্লা. লে. বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক শাহাদাত। দলকে ভালো শুরু এনে দেন শিবলি ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। যদিও দুজনের ব্যাটিংয়ে ধরন ছিল পুরো উল্টো। তৃতীয় ওভারে টিয়ান মাইকেল ফন ফুরেনকে দৃষ্টিনন্দন দুটি ড্রাইভে চার মারার পর যে ডানা মেলে দেন শিবলি। ফন ফুরেনের পরের ওভারে চার মারেন তিনটি। প্রথম ছয় ওভারে ছয় বাউন্ডারিতে ২০ বলে ২৯ রান করে ফেলেন শিবলি। সেই জুটি থামে ৬৯ রানে। আক্রমণে এসে প্রথম ওভারেই রিজওয়ানকে এলবিডব্লিউ করেন এনটুলি। ৪৩ বল খেলে ১২ রান করে ফেরেন রিজওয়ান। দ্বিতীয় উইকেটে আইচ মোল্লাকে নিয়ে শিবলি গড়েন ৬৮ রানের জুটি।

তিনে নেমে বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন আইচ। কিন্তু ফন ফুরেনের একটি বলের লাইন বুঝতে তিনি গড়বড় করে বসেন। ভেতরে ঢোকা বল ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন ২৪ রান করে। শিবলি এগিয়ে যান প্রোটিয়া শাসন করে। এনটুলির এক ওভারে চার ও ছক্কায় শতরান স্পর্শ করেন ১৩৪ বলে। একটু পর রান আউটে থামে ১৬ চার ও ১ ছক্কায় গড়া ১০৪ রানের ইনিংসটি। এরপর আরিফুল ইসলামের দ্রুত বিদায়ে একটু বিপাকে পড়ে যায় বাংলাদেশ ইমার্জিং। আন্দিলে সিমেলানের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি ৩ রান করে। দলের রান তখন ৪ উইকেটে ১৭৫। সেখান থেকে আর কোনো বিপদ হতে দেননি শাহাদাত ও প্রিতম কুমার। বৃষ্টিতে দিনের খেলা শেষ হয় আগেভাগেই। শাহাদাত ক্রিজ আঁকড়ে রেখে দিন শেষ করেন ১২১ বলে ৪২ রান নিয়ে। আর প্রিতম ক্রিজে আছেন ৫৯ বলে ৩১ রান নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধবরিশালের মুখোমুখি আজ চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধশাইনিং স্পোর্টস ও ইয়থ ক্রিকেট একাডেমির শুভসূচনা