সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথধাম ও মহেশখালীর আদিনাথ মন্দিরে আজ সোমবার থেকে শিব চতুর্দশী উৎসব শুরু হতে যাচ্ছে। এ বছর শিব চতুর্দশী তিথি ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ২টা ৫০ মিনিট ৪৭ সেকেন্ডে শুরু হয়ে ১ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টা ৭ মিনিট ৪৭ সেকেন্ড পর্যন্ত থাকবে। এরপর অমাবস্যা শুরু হবে।
আমাদের সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডের চন্দ্রনাথধামে এবারের মেলায় করোনার বিধিনিষেধ না থাকায় প্রায় ১০ লাখ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন আয়োজকরা। তবে এবারও থাকছে না বৈদিক সম্মেলনসহ পূর্বনির্ধারিত কোনো আয়োজন। ইতোমধ্যে সীতাকুণ্ড মেলা কমিটি যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন স্থান থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন। মেলা এবং তীর্থযাত্রীদের সার্বিক নিরাপত্তা দানের জন্য সীতাকুণ্ডের প্রশাসন, মেলা কমিটি এবং স্রাইন কমিটি ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মেলায় পুলিশ, র্যাব, ফায়ার ডিফেন্স, আনসার বাহিনীসহ বিপুল সংখ্যক সেচ্ছাসেবক তৎপর থাকবে। এছাড়াও সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন বিদ্যার্থী সংসদ, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদসহ বিভিন্ন সনাতনী সংগঠনের তরফে সেবামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথসহ বিভিন্ন স্থানে ৪৫০জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় নতুন সংযোজন হিসেবে বসানো হচ্ছে পাঁচটি ওয়াচ টাওয়ার।
সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী জানান, কোভিড-১৯ ভাইরাস হতে সুরক্ষিত থাকার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সীতাকুণ্ড পৌরসভা শিব চতুদর্শী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের সুবিধার্থে আলোকসজ্জা, পানীয়জল সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা ও পরিস্কার পরিছন্নতার ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনসমূহ তীর্থযাত্রীদের ফ্রি চিকিৎসা ও পানীয় জল খাওয়ার ব্যবস্থা করছে। জরুরি সেবা দেয়ার জন্য মেডিকেল বোর্ডসহ ফায়ার সার্ভিস বিভাগ নিয়োজিত থাকবে। সীতাকুণ্ড মেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সুবিধাজনক স্থানে পানীয় জলসহ ৩০টি স্থায়ী-অস্থায়ী টয়লেট বসানো হয়েছে।
সীতাকুণ্ড মেলা কমিটির নির্বাহী সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন জানান, তিনদিনব্যাপী মেলার সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তূর্ণা নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেন সমূহের যাত্রার ক্ষেত্রে সীতাকুণ্ডে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে। মেলায় সকল প্রকার অসামাজিক কার্যকলাপ, জুয়া, হাউজী, অশ্লীল নৃত্যের আসর সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। চন্দ্রনাথ পাহাড়ে উঠার রাস্তাসমূহ সংস্কার ও মেরামতের কাজ বেশ দ্রুত গতিতে করা হয়েছে।
এদিকে মহেশখালী প্রতিনিধি জানান, মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দিরে শিব চতুর্দশী পুজা উপলক্ষে শিব দর্শন ও মেলা শুরু হচ্ছে আজ। মৈনাকের পাদদেশে বসছে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা। মূল পর্বের পরেও তিনদিনব্যাপী পুজা ও দর্শন উৎসব চলবে। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি বাবু শান্তিলাল নন্দী ও সাধারণ সম্পাদক প্রনব কুমার দে সূত্রে এ তথ্য জানা গেছে।
তাছাড়া, পুজা উপলক্ষে পাহাড়ের পাদদেশে আগামী ১০ দিনের জন্য বসছে গ্রামীণ লোকজ মেলা। জানা যায়, আনুমানিক দু’শ বছরেরও আদিকাল থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে এই মেলা। মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা থেকেও আদিনাথ মন্দিরে আসেন সনাতন ধর্মাবলম্বী ও পর্যটকরা।
আদিনাথ মেলা সুপারভাইজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানান, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলা প্রশাসন ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইয়ের সমন্বয়ে প্রশাসনিকভাবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পূজা ও মেলার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে পুলিশের টহল টিম। নৌ-যান ও সড়ক পথে তীর্থ যাত্রীদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ ঘটতে পারে এ মেলায়।