শিপিং এজেন্টস্‌ এসোসিয়েশন কমিটির মেয়াদ ৬ মাস বাড়ালো

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ এপ্রিল, ২০২৫ at ১১:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপিং এজেন্টস্‌ এসোসিয়েশনের বিদ্যমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। এসোসিয়েশনের নির্বাচনী আপিল বোর্ডের অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক বরাবরে পাঠানো অনুরোধের প্রেক্ষিতে এই মেয়াদ বাড়ানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন২ এর উপসচিব তাহসিনা বেগম স্বাক্ষরিত পত্রে এসোসিয়েশনের মেয়াদ আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়। এসোসিয়েশনের বর্তমান কমিটির মেয়াদ গত ২৮ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু ইতোমধ্যে পরিচালনা পর্ষদের নির্বাচনের ব্যাপারে পরিচালক পদের কয়েকজন প্রার্থী এবং বৈষম্যের শিকার ব্যবসায়ী ফোরাম কর্তৃক আপত্তি উত্থাপন করা হয়। উক্ত আপত্তি সমূহ ইলেকশন আপিল বোর্ডে আলোচনা করা হয়। ইলেকশন আপিল বোর্ডের সকল সদস্য মতামত ব্যক্ত করেন যে, উত্থাপিত আপত্তি সমূহ সমাধান এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি সময় সাপেক্ষ। তাই বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন। ওই চিঠিতে ইলেকশন আপিল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ ছয় মাস বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচবিতে দুইদিনের জাতীয় ছায়া আইনসভার রেজিস্ট্রেশন শুরু
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে পুলিশ-রিকশাচালক সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হলো ৫১ জন