বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–২ এর উপ–সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন স্থগিত করা হয়। আগামী ৯ অক্টোবর নেভি কনভেনশন সেন্টারের সাগরিকা হলে এই নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। ২০২৫–২৭ মেয়াদের এই নির্বাচনকে কেন্দ্র করে আহসান ইকবাল চৌধুরী, সাকিবুল ইসলাম, সৈয়দ ইকবাল আলী শিমুলের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক কর্তৃক শুনানি অনুষ্ঠিত হয়। উপরোক্ত অভিযোগ এবং শুনানির পর মন্ত্রণালয় থেকে গতকাল নির্বাচন স্থগিত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ঐক্য পরিষদের প্যানেল চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ সালাহ উদ্দীন চৌধুরী মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে একপেশে ও পক্ষপাতিত্বমূলক বলে অভিযোগ করে গত রাতে দৈনিক আজাদীতে প্রেরিত এক বিবৃতিতে বলেন, আর মাত্র দুদিন পরই নির্বাচন অনুষ্ঠানের কথা। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। কিন্তু ডিটিও বাণিজ্য মন্ত্রণালয় থেকে অযৌক্তিক ও একপাক্ষিক কারণ দেখিয়ে নির্বাচন স্থগিত করা হয়। এতে সাধারণ ভোটারগণ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করে বিবৃতিতে সকল পক্ষের মতামত না নিয়ে নির্বাচন স্থগিতের তীব্র প্রতিবাদ জানান।