শিপিং এজেন্ট ও বার্থ অপারেটরদের বিরোধ মীমাংসার পথে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরে শিপিং এজেন্ট এবং বার্থ অপারেটরদের বিরোধ মীমাংসার পথে। শিপিং এজেন্টদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আরও আলাপআলোচনা এবং বাড়তি মাশুল পরিশোধের ব্যাপারে আশ্বস্ত করা হলে বার্থ অপারেটররা গতকাল বিকেলের শিফট থেকে হ্যান্ডলিং বন্ধ করার যেই সিদ্ধান্ত নিয়েছিলেন তা থেকে সরে এসেছেন। এতে করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দরে জেনারেল কার্গো বার্থের ৬টি জেটিতে কন্টেনার হ্যান্ডলিংয়ের মাশুল নিয়ে বার্থ অপারেটর এবং শিপিং এজেন্টদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে। এরই প্রেক্ষিতে বার্থ অপারেটররা গতকাল বিকেলের শিফট থেকে বর্ধিত মাশুল পরিশোধ করতে অনীহা প্রকাশকারী শিপিং এজেন্টদের জাহাজগুলোতে কাজ না করার সিদ্ধান্ত নেন। গতকাল বিষয়টি নিয়ে শিপিং এজেন্টদের পক্ষ থেকে বার্থ অপারেটরদের সাথে যোগাযোগ করে আরও আলাপআলোচনা এবং বর্ধিত মাশুল পরিশোধের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়। এরই প্রেক্ষিতে বন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে বলে জানান বার্থ

অপারেটর্স, শিপ হ্যান্ডলিং অপারেটর্স এন্ড টার্মিনাল ওনার্স এসোসিয়েশনের নেতা ফজলে ইকরাম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কেটে উঠছে বহুতল ভবন, ভাঙা শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে আরও এক মৃত্যু