শিক্ষিত প্রজন্ম তৈরিই নয়, নারী পুরুষ সম্মানের সাথে বাস করতে চাই

পারায়ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপসচিব ফারহানা হক

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

আমাদের সমাজে নারীর প্রতি সহিংসতার ব্যাপারটি বহুল আলোচিত। একে সমতা ভিত্তিক সাম্য প্রক্রিয়ায় নিয়ে আসাটা জরুরি বিষয়য়। বিষয়টি সহজও নয়। এখানে উপস্থিত নারী পুরুষ সবাইকে উৎসাহ দিচ্ছি। নারীকে সুরক্ষা দেয়ার প্রধান দায়িত্ব শুধু নয়, এটি উন্নয়নের পূর্ব শর্ত। তবে নারী পুরুষের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। এখনো অনেক পথ বাকি। অপরাজেয় বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়নরত পারায়ণ প্রকল্পটি সমতায়ন ও উন্নয়নের অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা দূর করতে যথেস্ট সহায়ক হবে।

গতকাল সকালে গুলশানস্থ () অভিজাত হোটেল বেঙ্গল ব্লুবেরিতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রকল্প লীড অপরাজেয় বাংলাদেশের নেতৃত্বে মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে Nagarikata: Civic Engagement Fund (CEF) এর প্রত্যক্ষ সহায়তায় দেশের বিভিন্ন জেলায় বাস্তবায়নরত “PARAYAN (Inclusiveness) projcet এর National Project Launching Meeting এ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা হক প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট উন্নয়ন সংগঠক কবি ও লেখক অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের কাজ। আমাদের প্রকল্প কখনো শেষ হয় না। পারায়ণ প্রকল্পের টিম লিডার উম্মে কাওসার সুমনার সঞ্চালনায় প্রকল্পের সামগ্রীক তথ্য উপস্থাপন করার পর বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন নাগরিকতা সিভিক ফাণ্ডের টিম লিডার ডক্টর আদি ওয়াকার ও অপরাজেয় বাংলাদেশের চেয়ারপারসন বেগম আলেয়া আনিস। নির্বাহী পরিচালক ওয়াহিদা বানুর পরিচালনায় দেশের আগামীদিনের উন্নত সমৃদ্ধ ও নারী পরুষের স্বপ্নময় সমতাভিত্তিক উন্নত বাংলাদেশের নানা প্রসঙ্গ ওঠে আসে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধথিয়েটার ইনস্টিটিউটে আজ ফেইম শিশুনাট্য বিভাগের নাটক ‘বেচারাম কেনারাম’
পরবর্তী নিবন্ধওয়াহেদ মাস্টার স্মরণসভা