শিক্ষার্থীরাই ইডিইউকে বিশ্বমঞ্চে তুলে ধরছে

ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপাচার্য

| রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৮:০৩ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) সমকালীন ও আগামী বিশ্বকে ধারণ করে ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাসম্পন্ন ফ্যাকাল্টি ছাড়াও উচ্চশিক্ষার উপযোগী পরিবেশ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে ইস্ট ডেল্টা। এসব সুযোগ-সুবিধা ও উন্নত শিক্ষায় দীক্ষিত হয়ে শিক্ষার্থীরাই ইডিইউকে বিশ্বমঞ্চে তুলে ধরছে।
স্প্রিং ২০২১ সেমিস্টারে বিভিন্ন অনুষদে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এ মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। গতকাল শনিবার সকাল ১১টায় ইডিইউর স্থায়ী ক্যাম্পাসে শুরু হয় এ অনুষ্ঠান। জনসমাগম এড়াতে বিশ্ববিদ্যালয়ের তিনটি স্কুলের পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, করোনা অতিমারীর প্রকোপে সারাবিশ্বেই শিক্ষাখাতে এক আমূল পরিবর্তন এসেছে, যার ব্যতিক্রম নয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিও। ক্যাম্পাস ও অনলাইনে একইসাথে পাঠদানে বিশ্বমানের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল হাতে নিয়েছি আমরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টসের অ্যাসোসিয়েট ডিন মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকার হটানোর চক্রান্তে লিপ্ত অশুভ শক্তি : কাদের
পরবর্তী নিবন্ধডা. নুরুল ইসলাম স্মরণে সভা আজ