শিক্ষার্থীরা আলোকিত হলে দেশ আলোকিত হবে

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন,একটি সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার্থীরা দেশ ও জাতির কর্ণধার। শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে। আমরা যদি তোমাদের আলোকিত করে গড়ে তুলতে পারি, তাহলে দেশ আলোকিত হবে। তিনি গতকাল রোববার বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি এ কে এম জাফর উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর, সীতাকুণ্ড ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মামুন আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্ল্যাহ মিয়াজী। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, তাজুল ইসলাম নিজামী, অ্যাডভোকেট ভবতোষ নাথ, জয়নাল আবেদিন সুজা, আবেদিন আল মামুন, প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দে, সাইফুল ইসলাম, দিদারুল আলম, আব্দুল্লাহ মাসুদ, আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার এবং কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতা প্রতিরোধে নারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধনগরীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার