শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠদান বা পরীক্ষা নির্ভর জ্ঞান প্রদানের জায়গা নয়, বরং আগামী দিনের প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেন, কেবল পরীক্ষায় ভালো ফল করার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদেরকে প্রযুক্তিনির্ভর শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক মূল্যবোধের চর্চার সুযোগ দিতে হবে। তবেই তারা আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
গতকাল বুধবার ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওতাধীন ওমর আলী মাতব্বর রোডস্থ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক–শিক্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরশাদ উল্লাহ বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই মেধা বিকাশের প্রকৃত কেন্দ্র হতে হবে। শিক্ষার্থীর মাঝে সৃজনশীলতা, নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলী গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোটন দাশের সভাপতিত্বে, জাহাঙ্গীর আলম ও নসিবা বেগমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাকলিয়া শহীদ এম. এম.এম.জে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. নুরুল আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জাফর আহমদ, তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাকির হোসেন, ম নাছির উদ্দীন শাহ, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মো. সালাহ উদ্দীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি আবদুল মাবুদ, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, আবু সৈয়দ রাসেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।