শিক্ষার্থীদের হাতে নতুন বই

আজাদী ডেস্ক | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ২০১০ সাল থেকে প্রত্যেক বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সম্পূর্ণ বিনামূল্যের নতুন বই পৌঁছে দিচ্ছেন। শিক্ষার্থীদের মাঝে একযোগে বিনামূল্যে ৩৪ কোটি ৭০ লক্ষ বই পৌঁছে দেয়া সরকারের বিরাট সাফল্য। নতুন বইয়ের ঘ্রাণ আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে পুলকিত করে। নতুন বই পেয়ে তারা আজ আনন্দে উল্লসিত। গতকাল শনিবার চসিক পরিচালিত স্কুলসমূহের শিক্ষার্থীদের হাতে বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর টাইগারপাসস্থ চসিক মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠিত হয়। চসিক পরিচালিত ১০টি স্কুল ব্যতিত অন্যান্য স্কুলগুলো এই বই বিতরণে ভার্চুয়ালি যুক্ত হয়। শেষে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সিটি মেয়র।
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কাউন্সিলর প্রফেসর নিছার আহমেদ চৌধুরী মঞ্জু, সচিব খালিদ মাহমুদ, প্যানেল মেয়র আফরোজা কালাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর আবদুল মান্নান, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর বেগম লুৎফন্নেসা দোভাষ বেবী, কাউন্সিলর হুরে আরা বিউটি, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অপর্ণা চরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পা মজুমদার ও কাট্টলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।

কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : গতকাল শনিবার স্থায়ী ক্যাম্পাসে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ বিদ্যায়লয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মনোয়ারা আখতার, সহকারী শিক্ষক তমিশ্রা সেন প্রমুখ।
বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বই বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম। বাঁশখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশের সভাপতিত্বে ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর সঞ্চালনা করেন।

কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন শফিউল আজম শেফু। প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, মিলুফা পারভীন, প্রকাশ ঘোষ।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার হাটহাজারী ১শ ৪৯টি প্রাথমিক ৪৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩ টি মাদ্রাসায় গতকাল শনিবার বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম।

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। এদিন সকালে চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি অ্যান্ড হাই স্কুলে বই বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা বড়ুয়া। শেষে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

বাগদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় : পটিয়ার ধলঘাটস্থ বাগদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার বই বিতরণ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণকালে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ভানু চক্রবর্তী, সহ-সভাপতি পারভিন আক্তার, ইউপি মেম্বার খোরশেদ আলম দুলাল, প্রধান শিক্ষক চম্পক দাশ, ডা. শোভন দাশ, রিতা দাশ, শিক্ষিকা লিপি দে, নিলুফার ইয়াছমিন, বাবলু দে, আবুল কালাম, অশোক চক্রবর্তী, মিতা দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধবিজ্ঞান অনেক অজানাকে জানার সুযোগ সৃষ্টি করে দেয়