প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমি ও মানবিক উদ্যোগ নিয়েছে বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২০২৫ শিক্ষাবর্ষের এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া ১৫০ শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ বাস সার্ভিস চালু করেছে সংগঠনটি। পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চট্টগ্রাম শহরের চকবাজারস্থ অলি খা মসজিদের সামনে থেকে বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
সংগঠনের ২০২৪-২৫ সেশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক মারওয়ানুল ইসলাম-এর তত্ত্বাবধানে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা হয়।
এছাড়া, এসআর স্পেশাল বাস সার্ভিসের সহযোগিতায় প্রথম দিনের যাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। এই মহৎ উদ্যোগে বাঁশখালীর বিশিষ্ট সমাজকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব নিজাম উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর বাঁশখালী থেকে ভর্তি হয় প্রায় শতাধিক শিক্ষার্থী। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য সংখ্যা ৫০-এর অধিক, যারা নতুন শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। শুধু এ-ইউনিট নয়, বি, সি ও ডি-ইউনিটের পরীক্ষার্থীদের জন্যও বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা করেছে সংগঠনটি, যা সত্যিই প্রশংসার দাবিদার।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ শিক্ষার প্রতি সংগঠনের দায়িত্ববোধ ও সহযোগিতার দৃষ্টান্ত হয়ে থাকবে।