শিক্ষার্থীদের মেধা-মননের বিকাশই শহীদ লিয়াকত স্মৃতি সংসদের লক্ষ্য

সংসদের অনুষ্ঠানে অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের মেধামননের বিকাশ, শিক্ষার সমপ্রসারণ ও বিস্তৃতিতে শহীদ লিয়াকত স্মৃতি সংসদের যুগপোযোগী কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। জাতীয় জীবনে একটি যোগ্য, দক্ষ, মেধাবী ও আদর্শিক প্রজন্ম গঠনে শহীদ লিয়াকত স্মৃতি সংসদ দীর্ঘ ২৭ বছর যাবত অহর্নিশ কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ায় প্রতিযোগী মনোবৃত্তি গড়ে তুলাই এ সংস্থার এমন উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

গতকাল বুধবার শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ফল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন, সংসদের পরিচালক কাজী মোহাম্মদ আহসানুল আলম। বিশেষ ছিলেনডা. হাসান মুরাদ, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ৩২