শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের এগিয়ে যেতে হবে, কেননা সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। সুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। সমাজে গঠনমূলক আলোচনা ও সমালোচনার সুযোগ থাকা উচিত, তবে তা যেন প্রতিহিংসার রূপ না নেয় এটা আমাদের মনে রাখতে হবে।

তিনি বুধবার বিকালে নগরীর চালিতাতলী বাজারস্থ পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রতিযোগিতায় জয় পরাজয় স্বাভাবিক বিষয়। আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যারা জয়ী হয়েছে, তাদের এই সাফল্য ধরে রাখতে হবে, আর যারা বিজয়ী হতে পারেনি, তাদের আগামীতে জয়ের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। যারা পুরস্কার লাভ করেছ আর পুরস্কার লাভ করতে পারোনি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন হতে হবে। প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে হবে এবং নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচের গ্লাস ও জার ব্যবহারের আহ্বান জানান।

তিনি বলেন, শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একটি ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, সবাই মিলে চট্টগ্রামকে আরও সুন্দর ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করব। এই রাষ্ট্রকে আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত বাংলাদেশে পরিণত করতে পারব।

পাঁচলাইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহেদুল আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন বিএসসির পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী, সুপার প্রোপার্টির চেয়ারম্যান আলহাজ্ব আলী মনসুর, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাশেম উদ্দিন, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, এস এইচ এল প্রোপার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মিজান, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি প্রসাদ দত্ত, প্রাক্তন প্রধান শিক্ষক মোতালেব খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম মাষ্টার, জানে আলম সোহেল, বেলাল উদ্দিন মুন্না, নাজিম উদ্দীন হিরো, সিনিয়র শিক্ষক মফিজুল ইসলাম, মাকবুল আলম, মো. শাহাজাহান, পাঁচলাইশ তরুণ মেলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রবাসী সম্পাদক নাজিম উদ্দিন নাজু, তসলিম উদ্দিন, বিদ‍্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. ইলিয়াছ বাচ্চু, মহানগর মহিলাদল নেত্রী আনিকা ইসলাম মনি, শিক্ষিকা জাহানারা পারভীন, রীনা নন্দী, নিলু আকতার, শিক্ষক আজিজুল হক বাহার, শিক্ষিকা তানজিলা পারভীন, সমাজ সেবক ইসমাইল মির্জা প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে এনজিওকর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাই
পরবর্তী নিবন্ধচুয়েট ছাত্রলীগের সভাপতি নগরীতে গ্রেফতার