দেশের বরেণ্য আলেমেদ্বীন ও শহীদ লিয়াকত স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, আজকের শিক্ষার্থী দেশের আগামীর কর্ণধার। সমৃদ্ধ দেশ গঠনে একটি মেধাবী ও আদর্শিক প্রজন্ম গঠনের আবশ্যকতা কোনোভাবেই উপেক্ষিত হওয়ার নয়। শিক্ষার্থীদের মেধা–মননের বিকাশে বৃত্তি পরীক্ষা অন্যতম সহায়ক বলে মন্তব্য করে তিনি এ পরীক্ষাকে এগিয়ে নেয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান।
ঐতিহ্যবাহী শহীদ লিয়াকত স্মৃতি সংসদের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৫টায় মোমিন রোডস্থ সালমা ভবনে প্রসপেক্টাস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। শহীদ লিয়াকত স্মৃতি সংসদের পরিচালক কাজী আহসানুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, রাজনীতিবিদ স ম হামেদ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন লিয়াকত স্মৃতি সংসদ উপদেষ্টা পরিষদের সচিব মাওলানা এম ওয়াহেদ মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।