শিক্ষার্থীদের মানসিক বিকাশে ভূমিকা রাখতে পারে স্কাউটিং

বোয়ালখালীতে ইউএনও

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার বলেছেন, আত্ম-মানবতার সেবায় শিক্ষার্থীদের নিয়োজিত করতে স্কাউটিংয়ের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষার্থীকে শৃঙ্খলা আর নৈতিকতা শিক্ষাদানে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কোমলমতি শিক্ষার্থীদের শারীরিক, মানসিক বিকাশ ও নৈতিকতার শিক্ষালাভের জন্য স্কাউটিং কার্যক্রমের সাথে সম্পৃক্ত করার আহ্বান জানান। গত বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার ষোড়শ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক জানে আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আকতার, শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহেদা বেগম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ১ হাজার লিটার চোলাই মদসহ আটক এক
পরবর্তী নিবন্ধআমানত উল্লাহ মাস্টার ছিলেন নিবেদিত শিক্ষক