আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় টিমের উপর নগ্ন হামলার প্রতিবাদে এক মানববন্ধন গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাত্রনেতা মো. এরশাদুর রহমান চৌধুরী, সাবেক শিক্ষার্থী তানভীর মাজেদ, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম সনেট, মাসুদুল ইসলাম, সাইফুল হোসেন, আমিনুর রহমান, আলম নুরী, রেজা প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।