গরীব শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে মাদারবাড়ী মুক্ত কন্ঠ গ্রীন পরিচালনা পরিষদের সদস্যরা এবার সুমাইয়া হোসেন সায়মা ও মো. ইসমাইল হোসেন সজিবের পাশে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম প্রি–কলেজিয়েট স্কুলে লেখাপড়াসহ যাবতীয় খরচ প্রদানের অঙ্গীকার করেছেন তারা। গত ১৮ জানুয়ারি সকালে দুজনের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য মুক্ত কন্ঠ গ্রীন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক গোলাম মোহাম্মদ মন্টু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস, সদস্য সচিব শেখ আহসান হাবীব রিপন, মফিজুর রহমান, মো. মাসুদ অহমেদ, রেজাউল করিম, সাখাওয়াত হোসেন, মামুন হোসেন ও হাসান আলী। প্রেস বিজ্ঞপ্তি।