শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

পটিয়ায় শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণে খলিলুর রহমান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৬ জুলাই, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখার মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক ও কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা হচ্ছে মানুষের অলংকার। শিক্ষা ছাড়া কোনো জাতি মাথা উচু করে দাঁড়াতে পারে না। তাই তোমাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। শিক্ষাই হচ্ছে এক জাতির মূল শক্তি।

গতকাল শুক্রবার সাইঁদাইর গাউসিয়া তৈয়বীয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সামাজিক ও ক্রীড়া সংগঠন এবিটসের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষা বৃত্তির পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি হাসেম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়ের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু, জসীম উদ্দিন বাবু, আবু তাহের ইমু, ইদ্রিচ চৌধুরী অপু, সাইফুল ইসলাম সাইফু, নারগিস আক্তার তানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, আজিজুল হক, নাঈম উদ্দীন বাবু, মফিজুল ইসলাম নিলয়, রায়হান চৌধুরী, জাহাঙ্গীর আলম, শহিদুল আলম, আলী শিফন, ইমাম উদ্দিন জিসান, এইচ এম বেলাল উদ্দীন চৌধুরী, নাঈম উদ্দিন বাবু, মিনহাজুল ইসলাম, ইফতেখার ইসলাম সায়েম, মামুন উদ্দীন জীবন, এমরান হোসেন জীবন, সোনিয়া, তাহিয়া, ইমু, উমাইয়া, নিলয়, মন্‌জু, রাশেদ। পরে তিনি এবিটসের শিক্ষাবৃত্তি প্রাপ্ত বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধমানুষের মুখে হাসি ফোটানোর জন্য ভালো কাজ করে যেতে হবে