শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

বাঁশখালীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বাঁশখালী, চকরিয়া, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া এলাকা হতে বেগম রোকেয়া সাখাওয়াত বৃত্তি প্রাপ্তদের বৃত্তি প্রদান গত শনিবার অনুষ্ঠিত হয়। আল আমিন সংঘের ব্যবস্থাপনায় ও মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান, গুনীজন ও শিক্ষক সম্মাননা চাম্বলের একটি কনভেনশন হলরুমে সরকারি টিটার্চ কলেজের শিক্ষক প্রশিক্ষক প্রফেসর শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন শিক্ষা বোর্ড সচিব প্রফেসর আমিরুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী। বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মো. আজিজুর রহমান, লায়ন আমিরুল হক, এমরুল কায়েস, প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, এস.এম.আলী নেওয়াজ চৌধুরী ইরান, মো. রেজাউল করিম, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, মো. নুরুল আলম।

বক্তব্য রাখেন এস.এম শোয়াইবুর রহমান, জহির উদ্দিন মজুমদার। প্রধান অতিথি বলেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি সৎ হয়,তাহলে শিক্ষক কখন অসৎ হবেনা। তিনি কাউকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধমূল্য তালিকা না থাকায় কর্নেল হাটে পাঁচ দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধসিটি কলেজে যুব রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি