শিক্ষার্থীদের কাছে তার নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস সবচেয়ে নিরাপদ স্থান। শিক্ষার্থীদের ছাত্রজীবনের এক গুরুত্বপূর্ণ সময় তার প্রিয় শিক্ষা-প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অতিবাহিত হয়। প্রিয় ক্যাম্পাসের প্রতিটি জায়গা, শ্রেণিকক্ষ, প্রাকৃতিক সৌন্দর্য, মানুষ, কাঁটানো প্রতিটা মুহূর্ত যেন শিক্ষার্থীদের মনে তুলির আঁচড়ের মত ছবি আঁকে। কিন্তু প্রিয় ক্যাম্পাসের চিরচেনা সেই পরিবেশ যখন পাল্টে স্বৈরাচারী রূপ নেয়, শিক্ষার্থীদের অবস্থা করুণ হয়ে পড়ে। তবে, উত্তপ্ত লোহায় হাত দিলে সেই তাপ নিজ হাতেই লাগবে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর করা প্রশাসনের নির্যাতন, এই সময়ের করুণ পরিস্থিতিকেও হার মানায়। শিক্ষার্থীদের তিনদফা দাবি ছিল মাত্র, তার সমাধানের আরও পথ ছিল, গুলিতে রক্তাক্ত না করলেও পারত। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ধিক্কার জানায় সেই সব পাষণ্ড প্রশাসনের প্রতি।
আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।