ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) ক্যাম্পাস তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে। দীর্ঘ সময় পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। করোনা মহামারীর কারণে অনলাইনে ক্লাস এবং পরীক্ষা হলেও প্রায় ১৯ মাস সশরীরে ক্লাস বন্ধ ছিল। দীর্ঘদিন পর সশরীরে ক্যাম্পাসে ফিরল শিক্ষার্থীরা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশগ্রহণ করতে শুরু করেছে। এ সময় শিক্ষার্থীরা বন্ধুদের সাথে গল্পে মেতে ওঠে। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন সিফাত বলেন, করোনার শুরুতে যখন ক্যাম্পাস বন্ধ হয়, তখন বেশ শঙ্কায় ছিলাম। ১৯ মাস পর সব সংশয় দূর করে আমরা আবার ক্লাসে ফিরতে পেরেছি। খুব ভালো লাগছে। ব্যবসায় প্রশাসন বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আরিফ বলেন, আমাদের খুব ভাল লাগছে সরাসরি ক্লাস নিতে পারছি। প্রেস বিজ্ঞপ্তি।












