শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ৫:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে একটি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে মো. আমিনুল ইসলাম (৭) নামে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই শিক্ষার্থীর মামা মো. ইউনুছ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, তাহেরিয়া ছাবেরিয়া মাদরাসার শিক্ষক মো. ইসহাক পড়া না পারায় আমিনুল নামে ওই শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেন। আহত শিক্ষার্থীকে তার মামা ইউনুছ উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে পাঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগে ইউনুছ উল্লেখ করেন পড়া দিতে না পারায় আমিনুলকে মারধর করা হয়েছে। যদিও অভিযুক্ত শিক্ষক মো. ইসহাকের মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করায় শিক্ষকের পক্ষ থেকে ছাত্রের পরিবারকে নানা ভাবে হুমকি দেয়া হচ্ছে বলে ছাত্রটির মামা নাছির জানিয়েছেন।
এ বিষয়ে তাহেরিয়া ছাবেরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান আবু বক্কর সিকদার বলেন, মাদরাসার ছাত্র আমিনুল ইসলাম নামে শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার বিষয়ে আমি শুনেছি। শনিবার মাদরাসা খুললে ছাত্রের পরিবারের সাথে বসবো। এছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, কোনো শিক্ষার্থীকেই এভাবে মারধর করা যুক্তিসঙ্গত নয়। এটা অমানবিক। এ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদিনে বাসের হেল্পার রাতে ইয়াবা কারবার
পরবর্তী নিবন্ধদশ মাস পর কারামুক্ত কার্টুনিস্ট কিশোর হাসপাতালে ভর্তি