শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:০৫ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানা এলাকায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মো. হাশেমকে (৫২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার নগরীর সিএন্ডবি এলাকার আটগাছতলাস্থ দারুল ফুনুন মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হাশেম কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর মানিকপুর খন্দকার পাড়ার বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করার সুবাধে সেখানেই বসবাস করতেন।

পুলিশ জানায়, গতকাল থানায় এসে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, গত বুধবার রাত সাড়ে ৮টার সময় মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার (বিএডিসি) শিক্ষক মো. হাশেম তার শয়ন কক্ষে ভিকটিম শিশু কন্যাটিকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি বাসায় এসে ঘটনাটি পরিবারের কাছে খুলে বললে ভিকটিমের মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মো. মহিউদ্দিন চৌধুরী বলেন, আটগাছতলাস্থ দারুল ফুুনুন মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ভিকটিমের মা। অভিযোগের সূত্র ধরে মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মো. হাশেমকে গ্রেপ্তার করা হয়। তাছাড়া ভিকটিমকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।.

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বাদশার টেকের কালভার্ট মেরামতে তোড়জোড়
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন