শিক্ষার্থী-শিক্ষিকাদের প্রচারণা প্রশিক্ষণ, রোগীদের অপারেশন আজ থেকে

স্তন ক্যানসার সচেতনতা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

অক্টোবর মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আজ রোববার থেকে শুরু হচ্ছে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকাদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা সভা ও বাস্তব প্রশিক্ষণ। এ কার্যক্রমের প্রথম দিন আজ সকাল সাড়ে ১০টায় গুলজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। গুলজার বেগম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ কার্যক্রমে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার বিশিষ্ট শল্যচিকিৎসকবৃন্দ এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। চিকিৎসক দলের নেতৃত্ব দেবেন বিশিষ্ট শল্যচিকিৎসক ডা. সাকেরা আহমেদ।

একই দিন দুপুর দেড়টায় সিএসসিআরের অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, ডা. নাজমা মাহবুব ও ডা. সায়রা বানু শিউলীসহ সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ দল বিনামূল্যে ব্রেস্ট ক্যানসার রোগীর অপারেশন কার্যক্রম শুরু করবেন।

অক্টোবর মাসব্যাপী মেয়র কর্তৃক সুপারিশকৃত ব্রেস্ট ক্যানসার রোগীদের বিনামূল্যে অপারেশন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সিএসসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৩ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ
পরবর্তী নিবন্ধমন্দিরে চুরি করতে গিয়ে ধরা, পাঠানো হল কারাগারে