শিক্ষার্থী বিনিময় যত বাড়বে, উচ্চ শিক্ষার মান তত উন্নত হবে

এডুকেশন এক্সপো উদ্বোধনকালে চবি উপাচার্য

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও দুই দেশের একাডেমিক সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দিনব্যাপী এডুকেশন এঙপো। গতকাল বুধবার চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য এটি একটি দারুণ সুখবর। বিদেশে শিক্ষার্থী বিনিময় যত বাড়বে, উচ্চশিক্ষার মান তত উন্নত হবে। কিছুদিন আগে আমরা চীনের সঙ্গে চুক্তি করেছি, যার মাধ্যমে শিক্ষার্থী বিনিময় শুরু হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তানের উচ্চশিক্ষায় শিক্ষার্থী বিনিময়ের নতুন দুয়ার খুলল।

বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

সভাপতিত্ব করেন চবি রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. এ কে এম মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)। সঞ্চালনায় ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন, ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ। পাকিস্তানের পক্ষ থেকে বক্তব্য দেন, বাংলাদেশে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিব (সাংস্কৃতিক) আনিল আসগর। পাকিস্তান প্রতিনিধিরা জানান, পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন পাকিস্তানবাংলাদেশ নলেজ করিডোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ‘আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপ’ চালু করেছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন জেহানজেব খান, . আফতাব আহমেদ, . ওয়াকার বেগ, মুহাম্মদ ওয়াকার খান, তানজিলা নাকভি, . তায়্যেবা আমির, . সানাম সুমরো, . বিনফশা মঞ্জুর, . সৈয়দ ফাসিহা শাহ, . আমির ইকবাল, . আমিরজেব খান, . রিজওয়ান আহমেদ, . সাইফুল্লাহ খান, স্বরূপ আনোয়ার, . নাদিম তালিব, জাফর আব্বাস নাকভি, . হাম্মাদ ওমর, মুহাম্মদ নাঈম, সানিয়া মনসুর, অধ্যাপক ড. আজরা ইয়াসমিন ও উমর ইমাম।

এদিন বিকালে অতিথিরা চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপাচার্য অতিথিদের উপহার সামগ্রী প্রদান করেন। পরে এছাড়া পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে চবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এনইউএলের পক্ষে স্বাক্ষর করেন একাডেমিক পরিচালক প্রফেসর ড. নাদিম তালিব। এসময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার, চবির অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন ও পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হতে পারাটা বায়তুশ শরফেরই অর্জন
পরবর্তী নিবন্ধকিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি জরুরি