সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এ সরকারের আমলে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় শতভাগ শিশুকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কারণ শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। এজন্য শিক্ষার মান উন্নয়নে কিছু মেগা প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে।
তিনি গতকাল বৃহস্পতিবার সাতকানিয়ার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল হক শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিম শরীফ, ইউপি চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, আতাউল ইসলাম, হোসাইন মোহাম্মদ এরশাদ, এবিএম ইউসুফ, আখতার উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন প্রমুখ।