প্রবীণ শিক্ষক অনাথ বন্ধু রুদ্র রচিত ‘শিক্ষার স্বরূপ বিশ্লেষণ’ বইয়ের মোড়ক উন্মোচন গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে শিক্ষক শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে ও মানিক রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচক ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (কলেজ) ড. আজাদ বুলবুল, অধ্যাপক মুজিব রাহমান, অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়ব, তাপস সরকার, চন্দ্র দাস, অজিত কুমার রুদ্র, সুজন চৌধুরী, প্রকৌশলী বাবু পাল, অধ্যাপক মিজানুর রহমান,সনজিত দাশ ভোলা প্রমুখ।আলোচকবৃন্দ বলেন, শিক্ষক অনাথ বন্ধু রুদ্র তাঁর রচিত ‘শিক্ষার স্বরূপ বিশ্লেষণ’ প্রবন্ধে তাঁর শিক্ষকতা জীবনের অর্জিত অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে শিক্ষার স্বরূপ উন্মোচনের যে চেষ্টা করেছেন তা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে এবং বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষার্থীদেরও এ বইটি শিক্ষানুরাগী করে তুলবে।তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার শিশু আমার কিশোর’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রেস বিজ্ঞপ্তি।