জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেছেন, বিজ্ঞান শিক্ষার সুফল পৌঁছে দিতে শিক্ষকদের অনেক বেশি আন্তরিক এবং নিবেদিতপ্রাণ হতে হবে। শিক্ষকতা মানে শুধু নয়টা পাঁচটার চাকরি নয়, এটা সময়াবদ্ধ কোন পেশা নয়। মন প্রাণ দিয়ে জাতি গঠনের একটি মহৎ কাজ। অর্থের লোভে এ পেশাকে ম্লান করা যাবে না। তিনি গতকাল চট্টগ্রামের শাহ-ওয়ালীঊল্লাহ ইনস্টিটিউটে এক বিজ্ঞান সভায় শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভায় প্রতিষ্ঠানের সভাপতি এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক মোসলেহ উদ্দীন চৌধুরী খালেক এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহম্মদ আবু সোলেমান বক্তব্য রাখেন। এর আগে গত শুক্রবার ‘মোহাম্মদ মুনীর চৌধুরী রিসার্চ ল্যাব চট্টগ্রাম’ নামের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাভিত্তিক বিজ্ঞান ক্লাব পরিদর্শন করেন। নবীন বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত এক বিজ্ঞান সভায় তিনি ভবিষ্যৎ প্রজন্মকে আরো বেশি উদ্ভাবনী ও গবেষণাধর্মী মানসিকতা নিয়ে বিজ্ঞান আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে রিসার্চ ল্যাব চট্টগ্রামের কার্যক্রমে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন। সভায় মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মাদ মহিউদ্দীন মাহি এবং রিসার্চ ল্যাব চট্টগ্রামের পরিচালক জাহেদ হোসেন নোবেল বক্তব্য রাখেন।