আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ বা ডিগ্রি অর্জন নয়, বরং একজন মানুষকে নৈতিকভাবে পরিপূর্ণ, মানবিক মূল্যবোধসম্পন্ন ও সমাজ সচেতন সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা আধুনিক জ্ঞান, নৈতিকতা ও ইসলামী আদর্শে আলোকিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, বিদায়ী শিক্ষার্থীদের প্রতি আমাদের প্রত্যাশা, তোমরা জ্ঞান, সততা, সময়ানুবর্তিতা এবং সহানুভূতির চর্চা করে বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধি করবে। আর যারা নবীন নতুন যাত্রা শুরু করছো, মনে রেখো, এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তোমাদের স্বপ্নপূরণের সূচনাস্থল। তিনি আরো বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবেলায় একাডেমিক জ্ঞান যথেষ্ট নয়, একজন শিক্ষার্থীকে হতে হবে সময় সচেতন, প্রযুক্তি–সচেতন এবং নৈতিকভাবে দৃঢ়। আমাদের বিশ্ববিদ্যালয় এ দিকেই বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। তিনি গতকাল রোববার আইআইইউসির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ (ডিইএলএল) এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটি (ইএলএলএস)-এর যৌথ আয়োজনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আয়োজিত এই আয়োজনে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ৪৯তম ব্যাচকে অভ্যর্থনা এবং ৪১তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মো. ইয়াসিন শরীফ এবং ডিইএলের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. নাজমুল হুদা এবং ডিইএলএল বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।শিক্ষার্থী নাবিলা সৈয়দ মোহাম্মদ লোকমান ও আয়নুন জারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি সোসাইটির সভাপতি ড. মো. মহিব উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।