শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে

চন্দনাইশে এমপি নজরুল ইসলাম

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, শিক্ষার মান্নোয়নে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সকল পদক্ষেপ নিয়েছে। প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ করায় শ্রেণী কক্ষ সংকট নেই। শিক্ষার্থীদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই, উপবৃত্তি, শিক্ষা সামগ্রী বিতরণ, প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। ফলে নতুন প্রজন্ম আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি গতকাল শুক্রবার সকালে চন্দনাইশের কাঞ্চননগর মাস্টার মনছফ আলী-জাহানারা বেগম বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষানূরাগী জসিম উদ্দীন চৌধুরী মন্টুর সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সচিব দিদারুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈকত কান্তি দাশ। আলোচনায় অংশ নেন শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, এড. মো. দেলোয়ার হোসেন, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেব
পরবর্তী নিবন্ধযুদ্ধ চাই না শান্তিময় বিশ্ব চাই : জাতিসংঘে ভাষণে প্রধানমন্ত্রী