গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ (ভারপ্রাাপ্ত) মোহাম্মদ নঈম উদ্দিন হাসান তিবরিজী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গাজী এম শফিউল আজিম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহাম্মদ মোশাররাফ হোসেন, গাজী মো. আলী,আবদুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম, মো সাইফুল ইসলাম মুহাম্মদ শহীদুল্লাহ, মো. আবু জাহেদ,তাহের উদ্দিন,কলি দাশ, সৈয়দা জেবুন নাহার লাবু,সাইমুন নাহার, মো. মোরশেদুল আলম, মো. নাজিম উদ্দিন, ফাতেমা তুজ জোহরা,গাজী মো. আজিজুর রহমান, মো. ফয়জুল্লাহ,সায়মা সুলতানা, মু. জাহেদুল ইসলাম, মো. মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম,শিলাব্রত দাশ, মোহাম্মদ আবু ছিদ্দিক, হুমায়ূন কবির ভূঁইয়া,অনুপ নন্দী,শুভ্রা বিশ্বাস, ফরিদুল আলম, মোহাম্মদ মঈন উদ্দিন, সাইদুর রহমান, আবদুল্লাহ আল মাবুদ,আনিকা তাহসিন,ইরফাতুল ইসলাম, রোজিনা আক্তার প্রমুখ। সভা শেষে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।