‘শিক্ষায় সমন্বিত রূপ ধারণ করতে হবে। শিক্ষাকে বিভেদহীন, বৈষম্যহীন, বাস্তবমুখী, মানসম্মত শিক্ষায় নিয়ে যেতে হবে। শিখন পদ্ধতির ধারায় একীভূত মানে নিয়ে যাবার মাধ্যমেই রূপান্তর ব্যবস্থা জোরদার করা যেতে পারে। শিক্ষাকে বাদ দিয়ে কোনো কাজ করা যায় না। প্রত্যেকটা জায়গায় শিক্ষার মান উন্নত করতে হবে। সকল স্তরের শিক্ষা ব্যবস্থাকে একই কাঠামোয় নিয়ে আসতে হবে।’
গতকাল সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহের প্রতিপাদ্য ‘শিক্ষায় রূপান্তর’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে ও দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ুয়া, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. ইনামুল হাসান, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মো. হাবীব, উৎসের নির্বাহী পরিচালক ও চবি নাট্যকলা বিভাগের শিক্ষক মোস্তফা কামাল যাত্রা, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম প্রমুখ। জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা ও পরিচালক কবি সাঈদুল আরেফীন স্বাগত বক্তব্য রাখেন। ধারণাপত্র উপস্থাপন করেন জেএসইউএস প্রোগ্রাম ম্যানেজার (শিক্ষা) মুনজিলুর রহমান। বক্তব্য রাখেন জেএসইউএস সহসভাপতি সাংবাদিক বিপুল বড়ুয়া, পার্কের প্রধান নির্বাহী নজরুল ইসলাম মান্না, কাপাসগোলা চসিক বালিকা স্কুলের প্রধান শিক্ষক এম মাকসুদুল ইসলাম, ওব্যাট হেলপার্সের প্রোগ্রাম ম্যানেজার সোহেল আখতার খান, রানা তঞ্চজ্ঞ্যা, প্রতিবন্ধী শিক্ষার্থী মোহাম্মদ শাকিল। প্রেস বিজ্ঞপ্তি।